1. alam2cse@school.esaler.xyz : 2alamgir :
  2. sbcollege95@gmail.com : Super Admin : Super Admin

অধ্যক্ষের বাণী

শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন। এর আলোকেই চাঁপাই নবাবগঞ্জ জেলার   পার্বতীপুর সোনাবর আদর্শ  কলেজ প্রশংসনীয় ভুমিকা পালন করে আসছে। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞান ছাড়া মানবজীবন কল্পনা করা যায়না। বিজ্ঞানের যে আবিষ্কার বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি নিকটে নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারনেট।

আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে,  পার্বতীপুর সোনাবর আদর্শ কলেজ ওয়েবসাইট খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অর্ন্তভূক্ত হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুধিমহল পরীক্ষা, ফলাফল, সহপাঠ্যক্রমিক কাজসহ প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী খুব সহজেই অবহিত হ’তে পারবেন। এই প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বৈশিষ্ট হচ্ছে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাহিরে কোন ধরনের প্রাইভেট পড়ার প্রয়োজন হয়না। কারন  পার্বতীপুর সোনাবর আদর্শ কলেজে সকাল  রয়েছে সাপ্তাহিক বিনোদন ব্যবস্থা। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কর্মরত সকল শিক্ষক, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে পার্বতীপুর শোনাবার আদর্শ কলেজৱ সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করে শেষ করছি।

অধ্যক্ষ
পার্বতীপুর সোনাবর আদর্শ কলেজ
পার্বতীপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল নাম্বার:-০১৩০৯১২৪৪২২